দেশে প্রথম করোনা টিকা নিলেন যিনি !!

করোনার বিরুদ্ধে লড়াইয়ে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। সূচনা হয়েছে নতুন অধ্যায়ের। বাংলাদেশে প্রথমে টিকা নিয়ে ইতিহাসে নাম লেখালেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা।

আজ বুধবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টা ৮ মিনিটের সময় তিনি টিকা গ্রহণ করেন। এসময় করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান ভিডিও কনফারেন্সে যুক্ত থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর একজন সেনা সদস্য, একজন পুলিশ সদস্যসহ আরও এক নারী এবং একজন পুরুষ করোনা টিকা গ্রহণ করেন।

বৃহস্পতিবার ঢাকার পাঁচটি হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দেওয়া হবে। সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।প্রথম যারা টিকা পাবেন, তাদের মধ্যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ছাড়াও পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *