দেশে মৃত ৩৮ জন সম্পর্কে যা জানানো হয়েছে !!

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আ’ক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছে। এ নিয়ে করোনা আ’ক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৪৩ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৮০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা লাখ ছাড়াল। সংখ্যার হিসেবে যা ১ লাখ ২ হাজার ২৯২ জন।

আজ বুধবার (১৮ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।এদিকে মৃতের এলাকাভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন। মৃত ৩৮ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩১ জন পুরুষ ও ৭ জন নারী।

বয়সভিত্তিক বিশ্লেষণে ০-১০ বছরের মধ্যে ১ জন, ২১-৩০ বছরের মধ্যে ২ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৫ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৬ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৫ জন ও ৮১-৯০ বছরের মধ্যে ২ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া, হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৪ জন এবং বাড়িতে মারা গেছেন ১৪ জন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *