Internation News
দেশ ছেড়েছেন ৪৪২২ বিদেশি আর এসেছেন ১৭৯৯ বাংলাদেশি !!

করোনাভা’ইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন জায়গায় আটকে পড়া অনেক বাংলাদেশি দেশে ফিরেছেন। এখন পর্যন্ত বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেছেন ১৭৯৯ জন এবং দেশ ছেড়েছেন ৪৪২২ বিদেশি নাগরিক।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে আটকে পড়া নাগরিকদের দেশে ফেরাতে কাজ করেছে। সেই সঙ্গে বিদেশি নাগরিক যারা দেশে ফিরতে চান তাদের সহায়তা করছে।
এই ধারাবাহিকতায় ভুটান, মালয়েশিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, রাশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, তুরস্ক প্রভৃতি দেশের ৪৪২২ নাগরিক বিশেষ ব্যবস্থায় ঢাকা ছেড়েছেন।অন্যদিকে চীন, ভারত, নেপাল, ওমান, থাইল্যান্ড, সৌদি আরব, শ্রীলঙ্কা ইত্যাদি দেশ থেকে ১৭৯৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বিশেষ ব্যবস্থায় তারা দেশে ফিরেছেন।