দ্বিতীয় পদ্মা সেতু নয়, দৌলতদিয়া-পাটুরিয়ায় টানেল করবে সরকার!
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার এখন সেতুর পরিবর্তে টানেলের দিকে জোর দিচ্ছে। আমাদের নদী বাঁচাতে হবে – না হলে সবুজ বাংলাদেশ থাকবে না। এত সেতু করার দরকার কি?
শুক্রবার রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ-আইইবি-তে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু একটি হয়ে গেছে, এখন দৌলতদিয়ায় আরেকটি সেতুর চাহিদা রয়েছে। দুটি সেতু থাকলে নদীর নাব্যতা কেমন হবে? এটা কিন্তু আমরা পরীক্ষা করছি। তাই আমরা সেতু ছাড়া আন্ডারপাস করার চিন্তা করছি। আমরা দৌলতদিয়া-পাটুরিয়াতে একটি টানেল নির্মাণের কথা ভাবছি। জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধা পর্যন্ত আরেকটি টানেল নির্মাণেরও আমাদের পরিকল্পনা রয়েছে।
সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম বঙ্গবন্ধু টানেল সেতু প্রকল্প ৭৫ শতাংশ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, আপনি যত বেশি সেতু তৈরি করবেন তত বেশি নাব্যতা হারাবেন। অনেক সেতু উদ্বোধন করা হয়েছে এবং আরো প্রায় ৫০ টি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রী পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর যশোর-খুলনা মহাসড়ক মেরামত করার নির্দেশ দেন। তিনি বলেন, রাস্তাটি রক্ষণাবেক্ষণ না করলে এর সুবিধা পাওয়া যাবে না।