ধ’র্ষকদের ক্রসফায়ারে হ’ত্যা নিয়ে প্রশ্ন তুললেন তসলিমা নাসরিন !!

প্রায় সব সাম্প্রতিক বিষয়েই নিজের মতামত প্রকাশ করে থাকেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। ভারতের তেলেঙ্গানায় একটি ধর্ষণ মামলায় চার অভিযুক্তের চারজনই পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে। এ নিয়ে সোশাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়। কেউ বলছেন এই কাজ করাই উচিত হয়েছে, কেউ বা বলছেন বিচারবহির্ভূত হ’ত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ নিয়ে একটি টুইট করেছেন তসলিমা নাসরিন।

তিনি লিখেছেন, ‘বাংলাদেশে সন্ত্রাসবাদী ও মাদক ব্যবসায়ীরা পুলিশি এনকাউন্টারে মারা যায়। তবে ভারতে আজ পুলিশের এনকাউন্টারে ৪ জন ধর্ষক ও খুনির মৃত্যু হয়েছে। সময়, অর্থ, শক্তি সবই বাঁচল! এক দিক থেকে ভাল, কিন্তু সত্যিই কি ভাল? অপরাধীদের মেরে ফেলা সোজা। কিন্তু অপরাধীদের এমনভাবে শিক্ষিত করে তোলা যাতে তারা আর কোনও দিন অপরাধই না করে, সেটা কঠিন। আমরা আসলে সোজা পদ্ধতিই পছন্দ করি। মানুষ সাধারণত হিংসা-হানাহানি ভালবাসে।

তাই যখনই ধর্ষণে অভিযুক্তদের ফাঁসি দেওয়া, বেদম গণপিটুনি দেওয়া কিংবা মেরে ফেলার মতো কথাগুলি বলা হয়, সাধারণ মানুষ কিন্তু বেশ উৎফুল্লিত হয়। কিন্তু যখন তাঁদের নারী-পুরুষের সমানাধিকার, মহিলাদের উপর হওয়া অত্যাচার রোধ করা কিংবা পুরুষশাসিত সমাজের বিরোধীতা করার শিক্ষা দেওয়ার কথা তোলা হয়, তা আবার মোটেই পছন্দ করে না আম জনতার।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *