ধীরে ধীরে সব জায়গা থেকে মুছে ফেলা হচ্ছে সাকিবের নাম !!
বিশ্ব ক্রিকেটে শাসন করা এক বাংলাদেশি ক্রিকেটারের নাম সাকিব আল হাসান। কিন্ত নিষেধাজ্ঞার কারনে ধীরে ধীরে আইসিসিসহ সব জায়গা থেকে মুছে ফেলা হচ্ছে এই তারকার নাম।
তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হয়ে বিশ্বরেকর্ড গড়া সাকিবের নামই এখন নেই আইসিসির র্যাঙ্কিং লিস্টে। প্রথমে টি-টুয়েন্টি, তারপর ওয়ানডে র্যাঙ্কিং থেকে মুছে ফেলা হয় সাকিবের নাম। সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট র্যাঙ্কিংয়েও নেই এ অলরাউন্ডারের নাম।
এরপর আইপিএলেও দল হারান সাকিব। প্লেয়ার রিটেইনের সর্বশেষ দিনে সাকিবকে ছেড়ে দেয় তার দল সানরাইজার্স হায়দরাবাদ। এবারের বিপিএলেও নেই সাকিব। প্রথমবার বিপিএলে দেখা যাবে না এ টুর্নামেন্টের সবচেয়ে সফল ক্রিকেটারকে।
প্রসঙ্গত, উল্লেখ্য, জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেটে দুই বছর নিষিদ্ধ করেছে আইসিসি। অবশ্য তিনি দায় স্বীকার করে নেয়ায় এক বছর নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে। আগামী বছরের ২৯ অক্টোবর থেকে আবার মাঠে নামতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার।