ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মৃ’ত্যুপুরী ইতালি, খুলছে দোকান !!
চীনের উহান থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভা’ইরাস। প্রা’ণঘাতী এই ভা’ইরাসে মৃ’ত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ২০ হাজার ৪৬৫ জন মা’রা গেছেন এবং ১ লাখ ৫৯ হাজার ৫১৬ জন আ’ক্রান্ত হয়েছেন।
মৃ’ত্যুপুরী ইতালির অবস্থা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। আগামী মঙ্গলবার থেকে কিছু দোকান ও ব্যবসা কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে ইতালি সরকার। দেশটির প্রধানমন্ত্রী গিউসেপ কোঁতের স্বাক্ষরিত এক সরকারি নির্দেশনায় আজ এ ঘোষণা দেওয়া হয়েছে।
লকডাউন একেবারে প্রত্যাহার না করে সতর্কতার সঙ্গে বইয়ের দোকান, লন্ড্রি, স্টেশনারি শপ এবং নবজাতক ও শিশুদের জন্য পোশাক বিক্রির দোকানগুলো খোলার অনুমতি পেয়েছে। আগামী ৩ মে পর্যন্ত দেশটি লকডাউন করা হয়েছে।এরপর লকডাউন প্রত্যাহার করা হলে দ্বিতীয় দফায় বৃহৎ আকারে অনেক প্রতিষ্ঠান ও কোম্পানির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।