নতুন করে সংসার শুরুর বিষয়ে একি বললেন অপু বিশ্বাস !!
সময়ের সাথে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেত্রী ঢালিউডে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন তার মধ্যে অপু বিশ্বাস অন্যতম। বিভিন্ন কারনে বরাবরই তিনি আলোচনার শীর্ষে থাকেন। ফের আলোচনায় এসেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে ছাড়াছাড়ির পর নতুন করে সংসার শুরুর বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে সবার মতো ভাবনা আমারও আছে। তবে সময় সব বলে দেবে। আমি শুধু এটুকু বলতে পারি- নতুন করে সংসার শুরু করতে আমার দিক থেকে কোনো না নেই। আমিও চাই, আমার কোনো আ’পত্তি নেই। সময় হলেই সব জানতে পারবেন।’
প্রসঙ্গত, অপু বিশ্বাসের ২০০৪ সালে বড় পর্দায় অভিষেক হলেও, ২০০৫ সালে শাকিব খানের বিপরীতে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন। এরপর বেশ কয়েকটি ব্যবসাসফল ছবিতে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন হালের এই জনপ্রিয় নায়িকা।