নতুন নতুন পদ্ধতিতে প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে : তা‌বিথ !!

প্রতিদিন নতুন নতুন পদ্ধতিতে নির্বাচনের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সি‌টি করপোরেশনের বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উত্তর বাড্ডা রহমাতুল্লাহ গার্মেন্টসের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরুর পর তিনি এই অভিযোগ করেন।

তা‌বিথ আউয়াল বলেন, ‘প্র‌তি‌দিন নতুন নতুন পদ্ধতিতে প্রচার-প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। এত ‌দিন বিএন‌পি প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা হতো। এখন মাইক কেড়ে নেওয়া হচ্ছে। পোস্টার না লাগাতে হু‌মকি-ধাম‌কি দেওয়া হচ্ছে। হামলা করা হচ্ছে। অনেককে গ্রেপ্তারও করা হচ্ছে।’

‌নির্বাচন কমিশনের প্র‌তি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রচারের আর ১২ দিন বাকি আছে। এই সময়ে যেন সব প্রার্থীরা সমানভাবে প্রচারণা চালাতে পারে, সে ব্যবস্থা যেন করে ইসি।’

তা‌বিথ আউয়াল বলেন, ‘এই এলাকার জলাবদ্ধতা ও সরু এলাকায় যানজট নিরসনে কাজ করব। নারী শিশুসহ সকলের নিরাপত্তায় কাজ করব। খোলা জায়গায় হাঁটার ব্যবস্থা করা হবে।’

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম চা বানিয়ে প্রচারণায় জনগণকে আকৃষ্ট করেছেন-আপ‌নি এ রকম কিছু করবেন ‌কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তা‌বিথ বলেন, ‘ওটা তার ব্যাপার। আ‌মি জনগ‌ণের কাছে যাচ্ছি, ভোট চা‌চ্ছি। ব্যাপক সাড়া পা‌চ্ছি। জনগণ ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত।’

গণসংযোগে তার সঙ্গে আছেন বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তা‌ফিজুর রহমান বাবুল, নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায় চৌধুরী, যুবদলের সভাপ‌তি সাইফুল আলম নীরব, ম‌হিলা দলের সাধারণ সম্পা‌দিকা সুলতানা আহমেদ, যুবদ‌ল ঢাকা মহানগর উত্তরের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হোসেনসহ বিএন‌পি ও তার অঙ্গসহযোগী সংগঠ‌নের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

সূত্রঃ বিডি২৪রিপোর্ট

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *