মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী থেকে ভালো কিছু আশা করছেন প্রবাসীরা
মালয়েশিয়ায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে যোগদান করছেন ইসমাইল সাবরি ইয়াকুব। পার্লামেন্টে’র সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর চলতি সপ্তাহে মন্ত্রিসভাসহ পদত্যাগ করেছিলেন মুহিউদ্দীন। খবর রয়টার্সের।
ইসমাইল সাবরি ছিলেন মুহিউদ্দীন সরকারের উপ-প্রধানমন্ত্রী। ক’রো’না মোকাবিলায় ব্যর্থতার জেরেই মূলত পদত্যাগ করেন মুহিউদ্দীন।
এদিকে ইসমাইল সাবরি প্রধানমন্ত্রী হওয়ায় ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমনএনও) পার্টি, যেটি মালয়েশিয়ার ‘প্রাচীনতম দল’ হিসেবে পরিচিত, আবারও ক্ষমতায় ফিরে এলো। ব্যাপক দু’র্নীতির অভিযোগ ওঠার পর ২০১৮ সালের সাধারণ নির্বাচনে পরাজিত হয়েছিল দলটি।
এখন বহুদিন যাবত নানা রকম ভো’গান্তি’তে থাকা প্রবাসীরা চেয়ে আছেন যেন নতুন এই প্রধানমন্ত্রী দ্বারা তাদের ভালো কিছু হয়। ইনশাল্লাহ নতুন প্রধানমন্ত্রী’র কাছ থেকে অভিবাসীদের জন্য ভালো কিছু আশা করছি।