নবীজীর শেখানো যে দোয়াতে মিলবে সকল রোগ থেকে মুক্তি !!

হাদীস শরীফে বলা হয়েছে, নবী করিম (সাঃ) হাসান এবং হুসাইনকে (রাঃ) কাছে পেলে সর্বদা এ দোয়া করতেন। …..أعوذ بكلمات الله التامات من উচ্চারণ : ‘আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শায়ত্বানি ওয়া হাম্বা, ওয়া মিন কুল্লি আয়নীল লাম্মা’- সহিহ বুখারী : ৩০৭১

অর্থ : আমি তোমাদের দুজনের জন্য আল্লাহর কাছে পরিপূর্ণ কালেমা সমূহের আশ্রয় নিচ্ছি। শয়তানের প্ররোচনা এবং অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। বি’ষধর সাপ এবং জন্তু জানোয়ারের হাত থেকে; ঐ চোখ যা থেকে মানুষের অকল্যাণ ও বদ নজর বর্ষিত হয়। যে চোখের চাহনিতে কল্যাণ নেই; আছে হিংসা, কোনো ভালোবাসা নেই। এসব থেকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি।

ওলামায়ে কেরামগণ বলেছেন, কোনো ব্যক্তি যদি এ দোয়া পড়ে তার সন্তানদের গায়ে ফুঁ দেন। আল্লাহর কাছে আশ্রয় চান। তাহলে পৃথিবীর সকল আসমানি এবং জমিনি বালা থেকে তাদেরকে মহান আল্লাহতা’য়ালা হেফাজত করবেন। তারা সবাই নিরাপদে থাকবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *