নমুনা সংগ্রহের ১২ দিন পর জানা গেল করোনায় আ’ক্রান্ত নার্স !!
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নমুনা সংগ্রহের ১২ দিন পর জানা গেল একজন নার্স করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছেন।গত ২৩ এপ্রিল ওই নার্সের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। মঙ্গলবার দুপুরে আসা রিপোর্টে জানা গেছে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই নার্স করোনাভা’ইরাসে আ’ক্রান্ত। এ দিন বরিশাল ফেরত এক শ্রমিকেরও করোনা শনাক্ত হয়।
এ নিয়ে ৩ দফায় নবীগঞ্জে এই পর্যন্ত ২ জন স্বাস্থ্যকর্মীসহ সর্বমোট ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।নবীগঞ্জ স্বাস্থ্য বিভাগ জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই নার্স (মহিলা) দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসছেন। আর অন্যজন ৪নং দীঘলবাঁক ইউনিয়নের মথুরাপুর গ্রামের বরিশাল ফেরত শ্রমিক।
এ দিকে নমুনা নেয়ার ১২ দিন পর নার্সের করোনা পজিটিভ হওয়ায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. চম্পক কিশোর সাহা সুমন বলেন, দেশে করোনার প্রভাব শুরু হওয়ার পরপরই নবীগঞ্জ স্বাস্থ্য বিভাগ এই পর্যন্ত ২৬২ জন করোনা রোগীর নমুনা সংগ্রহে করে পাঠায়। কিন্তু অনেক রিপোর্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি।