নাগরিকত্ব হারানো মানুষদের আটকে রাখতে ডিটেনশন ক্যাম্প আসামে !!

ভারতে নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর এই আইনের প্রথম প্রয়োগ করা হয় আসামে। সেখানে প্রকাশিত নতুন নাগরিকত্ব তালিকায় নাম না থাকায় নাগরিকত্ব হারিয়েছেন প্রায় উনিশ লাখ মানুষ। এদের আটকে রাখতে আসামের গুয়াহাটির পাশে তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প। একটি ক্যাম্পে থাকতে পারবেন তিন হাজার করে মানুষ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন কোনো ডিটেনশন ক্যাম্প হবে না কিন্তু দেখা গেল ডিটেনশন ক্যাম্পের নির্মাণকাজই প্রায় শেষ হয়ে গেছে। রবিবার (২৯ ডিসেম্বর) ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

নির্মাণের দায়িত্বে থাকা সাইট সুপারভাইজার মুকেশ বসুমাতারি বলেন, এ মাসের মধ্যেই আমাদের কাজ শেষ করার কথা ছিল। তেমনই বলা হয়েছিল। কিন্তু বর্ষায় কাজ বন্ধ থাকায় দেরি হয়ে গেল। কাজ দ্রুত শেষ করার জন্য কাঁচামাল সময় মতো পৌঁছবে কি না, সেটা নিয়েই এখন আমি বেশি চিন্তিত। সাইট সুপারভাইজার জানান, ডিটেনশন ক্যাম্পে চার তলার ১৫টি বাড়ি বানানো হবে। এর প্রত্যেকটি বাড়িতে থাকবেন ২০০ জন মানুষ। ক্যাম্পে থাকবে স্টাফ কোয়ার্টার, হাসপাতাল, স্কুল, অফিস কমপ্লেক্স, রান্নাঘর, খাওয়ার ঘর ও নানা অনুষ্ঠানের জন্য কমিউনিটি হল।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *