নামাজি ব্যক্তিদের ফ্রিতে চা ও মিষ্টান্ন পরিবেশন করেন কে এই বৃদ্ধ ??

মহান আল্লাহতালার প্রেরিত রাসূল ও ইসলামের শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির মধ্যে সবচেয়ে বড় উদার ব্যক্তি ছিলেন। শত্রুরাও তার কাছ থেকে উদারতা ছাড়া আর কিছু আশা করতো না। কারণ তাদের প্রতিও তিনি দয়াবান ছিলেন।

আর মহানবীর অনুসারীরা সব সময় উদারতার পরিচয় দেন। এরইমধ্যে রাসূলে পাক (সা:) এর স্মৃতিবিজড়িত শহর মদিনাতে এক অন্যরকম উদার ব্যক্তির সন্ধান পাওয়া গেছে।

তিনি ঐতিহাসিক কুবা মসজিদের সামনের সড়কে বসে ফ্রিতে মুসল্লিদের চা ও মিষ্টান্ন পরিবেশন করেন। এ সময় তার আশেপাশে কে বা কারা রয়েছেন, তা লক্ষ্য রাখেন না।

বৃদ্ধ প্রতিদিন বেশ কয়েকটি ফ্লাক্সে চা ও প্রচুর কাপ নিয়ে বসেন। নামাজ পড়তে আসা মুসল্লি বা দর্শনার্থীদের চা পরিবেশন করেন তিনি। লোকটি বিনিময়ে কোনো কোনো অর্থ নেন না। তার অসাধারণ কাজে প্রত্যেক মানুষ মুগ্ধ হন।মহানবী রাসূলের (সা:) অনুসারী হিসেবে সবার সঙ্গে সদাচরণ করা, সহায়তা করা উচিত। সবার উচিত, যেকোনো সমস্যায় সবার পাশে দাঁড়ানো।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *