নারীর চিরকুট পেয়েই যে কারনে বিমানের জরুরি অবতরণ !!

পাইলটের কাছে একটি চিরকুট পেয়েই বিমানের জরুরী অবতরণ করলেন। কারণ হিসেবে জানা গেলো এক নারী এক বিমানকর্মীকে এক টুকরো কাগজ পাইলটকে পৌঁছে দিতে বললেন। যাতে লেখা ছিল তার শরীরের সঙ্গে বোমা বাঁধা আছে। যেকোনও সময়ে সেটি ফাটিয়ে উড়িয়ে দিতে পারেন ফ্লাইটটি।

বোমার হুমকিতে তাই মাঝ আকাশ থেকে হঠাৎ জরুরী অবতরণ করলো এয়ার এশিয়ার একটি বিমান। যেটির ফ্লাইট নাম্বার ছিলো ১৫৩১৬ কে। কলকাতা বিমান বন্দর থেকে উড্ডয়নের পরপরই এক নারী এক বিমানকর্মীকে এক টুকরো কাগজ বিমানচালককে পৌঁছে দিতে বললেন। যাতে লেখা ছিল তার শরীরের সঙ্গে বোমা বাঁধা আছে। যেকোনও সময়ে সেটি ফাটিয়ে উড়িয়ে দিতে পারেন ফ্লাইটটি। এই হুমকি পাওয়ার পরেই জরুরি অবতরণ করেন পাইলট। বিমানটি অবতরণের পরপরই গ্রেফতার করা হয় অভিযুক্ত ঐ নারীকে।

বোমা বিস্ফোরণ আতঙ্কে শনিবার রাত ৯.৫৭ মিনিটে প্লেনটি বিমানবন্দর ছাড়লেও এক ঘণ্টা পরেই ফের কলকাতা বিমানবন্দরে অবতরণ করে জরুরি অবস্থা ঘোষণা করে। এরপরেই নিরাপত্তার জন্য বিমানটিকে সরিয়ে নেয়া হয় ফাঁকা জায়গায়। সমস্ত বিমানযাত্রীর হেফাজত নেয় সিআইএসএফ জওয়ানেরা। চিরুনি তল্লাশি চালানো হয় বিমানের ভেতর। যদি বিমানের ভেতর থেকে কিছুই পাওয়া যায়নি। বিশেষ কোনও উদ্দেশ্য নিয়ে অভিযুক্ত এই ধরনের হুমকি দিয়েছিল কিনা খতিয়ে দেখছে প্রশাসন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *