নালিতাবাড়ীতে আসবেন না ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী !!
বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা হযরত মাওলানা মিজানুর রহমান আজহারী শেরপুরে নালিতাবাড়ীর ইসলামিক মাহফিলে আসবেন না। তার না আসার বিষয়টি উপজেলার উত্তর কাপাসিয়া জামে মসজিদের ইমাম আক্তারুজ্জামান আক্তার নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর কাপাসিয়া জামে মসজিদের আয়োজনে আগামী ২১ জানুয়ারী এক ইসলামিক মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে এ সময়ে জন প্রিয় ইসলামিক বক্তা হযরত মাওলানা মিজানুর রহমান আজহারী উপস্থিত থাকার কথা ছিল। ভিন্ন মাধ্যমে গণমাধ্যমকর্মীদের কাছে মিজানুর রহমান আজহারীর জানুয়ারী মাসের মাহফিলের সময় সূচি হাতে আসে।
সেই সময় সূচিতে দেখা যায়, আগামী ১৭ জানুয়ারী ফরিদপুরের কোমরপুর, ২০ ফেব্রুয়ারি সিলেটের কানাইঘাট উপজেলার মুখিগঞ্জ বাজার জামিয়া মাঠ, ২১ জানুয়ারী বিকেলে নীলফামারীর বসুনিয়া পাড়া বটতলা, ২৩ জানুয়ারী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কামরুল ইসলাম কলেজ মাঠে মিজানুর রহমান আজহারীর ইসলামিক সভা রয়েছে। কিন্তু তার এই সময় সূচিতে নালিতাবাড়ীর নাম নেই। তাই মিজানুর রহমান আজহারী নালিতাবাড়ীর ইসলামিক সভায় আসবেন না এটা এখন নিশ্চিত।
তার না আসার কারণ হিসেবে আয়োজকদের সূত্রে জানা গেছে, মিজানুর রহমান আজহারীর সাথে আয়োজক ঠিক মতো যোগাযোগ করতে পারেননি। যে মাধ্যমে তারা মিজানুর রহমানকে দাওয়াত দিয়েছিলেন সেই মাধ্যমটি ভুল ছিল। তাই তিনি আসবেন না। তবে তিনি আগামী ডিসেম্বরে তার সিডিউলের ব্যবস্থা করে দিবেন বলে মিজানুর রহমানের ব্যাক্তিগত সহকারী জানিয়েছেন বলে আয়োজকদের দাবি।
এ বিষয়ে উত্তর কাপাসিয়া জামে মসজিদের ইমাম আক্তারুজ্জামান আক্তার বলেন, মিজানুর রহমান আজহারী সাহেব নালিতাবাড়ী আসছেন না এটা আগে জানতে পারি নি৷ পরে জেনেছি তিনি আসবেন না। তিনি আরও বলেন, তবুও আমরা চেষ্টা করেছিলাম উনাকে আনার জন্য। কারণ নীলফামারীর মাহফিল বিকেলে। আর আমাদের মাহফিল সকাল ১০টায় হওয়ার কথা ছিল, সেসময় আজহারী সাহেব মাহফিল নেই৷ তাই আমরা অনুরোধ করেছিলেন হেলিকপ্টারে আসার। কিন্তু এখন কুয়াশাময় আবহাওয়ায় হেলিকপ্টারে আসা ঝুঁকি বলে তার ব্যক্তিগত সহকারী জানিয়েছেন৷