নিজেদের পতনকেও একদিন গুজব বলে চালাবে সরকার: চরমোনাই পীর !!

গতকাল দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘সরকার তাদের ব্যর্থতা ও অপরাধকে যেভাবে গুজব বলে অস্বীকার করে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে, একদিন নিজেদের পতনকেও গুজব বলে মিথ্যা প্রচারণা চালাবে, যা তাদের পতন ঠেকাতে যথেষ্ট হবে না।’

২৭ নভেম্বর বুধবার জোহরের নামাজের আগে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফে বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘মুসলিমপ্রধান বাংলাদেশে আল্লাহ, রাসূল (সা.), ইসলাম-মুসলমান ও কুরআন অবমাননা হয় কিন্তু এর প্রতিরোধে কোনো আইন নেই। ইসলামবিরোধীরা সাম্রাজ্যবাদীদের মদদে ধর্ম অবমাননা করে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করলেও তারা থাকে ধরাছোঁয়ার বাইরে।’ তিনি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভোলার বোরহানউদ্দীনে শহীদদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।

এ সময় মাদরাসায় হিন্দু সুপার নিয়োগ প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, ‘মুসলিমপ্রধান বাংলাদেশে লাখ লাখ যোগ্য আলেম ওলামা থাকার পরও সরকার দেশের প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে হিন্দুদের বসিয়ে এখন মাদরাসায় হিন্দু ধর্মাবলম্বীকে নিয়োগ দিয়ে মুসলিম প্রধান বাংলাদেশের জনগণকে কি মেসেজ দিতে চায় তা জাতির কাছে স্পষ্ট নয়।’

তিনি আরও বলেন, মাদরাসায় হিন্দু সুপার নিয়োগের সরকারি সিদ্ধান্ত দেশবাসীকে বিক্ষুব্ধ করে তুলেছে।’ এ সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করাসহ ভবিষ্যতে এমন কাজ না করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘ইসলামের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা না করার কারণে দেশে দুর্নীতি আজ মহামারি আকার ধারণ করেছে। এ দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে হলে অবশ্যই আমাদের ইসলামের অনুশাসন মেনে চলা এবং অনৈসলামিক কর্মকাণ্ড থেকে ফিরে আসতে হবে।’

সূত্রঃ বিডি২৪রিপোর্ট

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *