নি’র্যাতিত উইঘুরদের সমর্থনের টুইট মুছে ফেলতে বাধ্য হলেন আফ্রিদি !!

চীনের নি’র্যাতিত উইঘুর মুসলমানদের নিয়ে কোনো ক্রীড়াব্যক্তিত্বই তেমন উচ্চকিত নন। এ অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে উইঘুর মুসলমানদের পাশে দাঁড়াতে আহবান জানিয়েছিলেন ক্রিকেটার শহীদ আফ্রিদি। তিনি এক টুইটার বার্তার মাধ্যমে এই আহবান জানান।

আফ্রিদির আহবানের পরপরই অনেক আন্তর্জাতিক ক্রীড়াব্যক্তিত্ব উইঘুর মুসলমানদের সাথে একাত্নতা প্রকাশ করেন। তবে আফ্রিদি টুইটটি করার কিছুক্ষণ পরেই তা ডিলিট করে দেন। ধারণা করা হচ্ছে চীনের চাপেই তিনি এ কাজ করেছেন।

শহীদ আফ্রিদি টুইট বার্তায় লিখেন- চীনের উইঘুর মুসলমানদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছে, তা হৃদয়বিদারক। আমি পিটিআই সরকার প্রধান ইমরান খানকে অনুরোধ করছি এর বিরুদ্ধে কথা বলতে। এছাড়া টুইট বার্তায় মুসলমান উম্মার সঙ্গে চীনা ভাই-বোনদেরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকেও উইঘুর মুসলিমদের নিপীড়নের বিষয়ে কথা বলার আহ্বান জানান। কিন্তু পোস্ট দেওয়ার মাত্র ১৮ মিনিট পরেই আফ্রিদি টুইটটি মুছে ফেলেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *