নুরের ওপর হাম’ লা, মুখ খুলে যা বললেন ড. কামাল !!

আবারো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হাম’লার ঘটনায় নিন্দা জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ ২২ ডিসেম্বর রবিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আহুত সংহতি ও প্রতিবাদ সমাবেশে মুক্তিযু’দ্ধ মঞ্চ নামধারী ছাত্রলীগের হামলায় ডাকসু ভিপি নুরুল হক নুর, হাসান আল মামুন, রাশেদ খান, ফারুক হাসানসহ অর্ধশতাধিক ছাত্র আহত হন। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’

এর আগে আজ দুপুর পৌনে ১টার দিকে ডাকসু ভবনের নিজ কক্ষে হামলার শিকার হন ভিপি নুর। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইটপাটকেল ছোড়েন। হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন।

এদিকে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তার সাথে ছিলেন মুহাম্মদ উল্লাহ মধু।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *