পঞ্চগড়ে হানিফ কাউন্টার থেকে নারী ও শিশুসহ ১১ রোহিঙ্গা আটক!
পুলিশ পঞ্চগড়ে নারী ও শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা সদর সংলগ্ন হানিফ পরিবহনের কাউন্টার থেকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে।
আটক রোহিঙ্গাদের মধ্যে দুটি পরিবারের ৬ জন শিশু, ২ জন নারী এবং ৩ জন পুরুষ রয়েছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিয়া বলেন, দুই পরিবারের ১১ জন রোহিঙ্গা পঞ্চগড় থেকে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পরিবহন কাউন্টারে গিয়েছিল। তারা পঞ্চগড়ে এসে ঘুরে বেড়ায়। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তারা বর্তমানে থানায় আছে। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।
আটককৃতরা হলেন: কক্সবাজারের পেশকরপাড়া বাজার এলাকার মোহাম্মদ কবির হোসেন (২১), তার স্ত্রী জোবাইদা বেগম (২০), তাদের একমাত্র সন্তান সুমাইয়া (১), কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের মোহাম্মদ ফয়জুল ইসলাম (৩৯), তার চাচাতো ভাই আবু তাহের (২০), স্ত্রী রেনু আরা বেগম (৩০), তাদের ৫ সন্তান দ্বীন ইসলাম (১৫), উম্মে হাবিবা (১২), উম্মে কুলসুম (৯), উম্মে হারেজা (৬), নজরুল ইসলাম (৪)।