পদ্মায় হঠাৎ নৌকায় লাফিয়ে উঠল ১৭ কেজির কাতল, বিক্রি হলো যত টাকায় !!

পদ্মায় ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ এক নৌকায় লাফিয়ে উঠেছে । মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামের জেলে মো. তৈয়ব মিয়ার নৌকায় বুধবার (০৪ ডিসেম্বর) ভোরে ওই মাছটি লাফিয়ে ওঠে।

জানা যায়, প্রতিদিনের মতোই মধ্যরাত থেকে মাঝ পদ্মায় নৌকা নিয়ে জাল ফেলেন তৈয়ব মিয়া। এ সময় ভোরের দিকে হঠাৎ করে তার নৌকায় লাফিয়ে ওঠে একটি বড় সাইজের কাতল মাছ। একপর্যায়ে ওই মৎস্য শিকারিরা বহু কষ্টে মাছটি টেনেহিঁচড়ে নৌকায় আটকাতে সক্ষম হন।

পরে সকাল ৭টায় মাছটি বিক্রির উদ্দেশে মাওয়াঘাটের হাজী মো. আ. মজিদ শেখের মৎস্য আড়তে নিয়ে আসেন। এ সময় উৎসুক জনতা ও আড়তে ভিড় জমায় বিশাল আকৃতির কাতলা মাছটি এক নজর দেখার জন্য।

১৭ কেজি ওজনের এ মাছটির দাম ২১ হাজার টাকা ডাক উঠেছে। তাৎক্ষণিকভাবে কিছু টাকা লাভের আশায় খুচরা বিক্রেতারা মাছটি এ দামে ডাকে কিনে নিয়ে ঢাকার পাইকারদের কাছে ২২ হাজার টাকায় বিক্রি করে বলে জানান মৎস্য আড়ৎ মালিক আ. মজিদ শেখ।

তিনি আরও জানান, পদ্মায় ১৭ কেজির কাতল মাছ ভেসে বা লাফিয়ে উঠতে সচরাচর দেখা যায় না। তা ছাড়া দীর্ঘদিন পর লাফিয়ে ওঠা এ সাইজের মাছ প্রথম দেখেছি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *