পবিত্র কোরআন শরীফ কটুক্তিকারী কবিরাজ আটক!
পবিত্র গ্রন্থ কুরআন শরীফ অবমাননার অভিযোগে নাটোরের গুরুদাসপুরে মোতালেব ফকির ওরফে মোতালেব (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পেশায় কবিরাজ এবং উপজেলার চাপিলা ইউনিয়নের তেলটুপি গ্রামের মৃত মাজের উদ্দিনের ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো। আব্দুল মতিন জানান, আট সেপ্টেম্বর আটককৃত ব্যক্তি চাঁপিলার তেলতুপি বাজারের একটি চায়ের দোকানে পবিত্র কোরআন সম্পর্কে অশালীন মন্তব্য করে। সেই মন্তব্য শোনার পর চায়ের দোকানে বসা লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে।
কামাল হোসেন নামে এক স্থানীয় তার মোবাইল ফোনে তার আপত্তিকর মন্তব্য রেকর্ড করে এবং পরের দিন ফেসবুকে ছেড়ে দেয়। এরপর স্থানীয়রা হামলা করলে মোতালেব এলাকা ছেড়ে পালিয়ে যায়।
বিষয়টি জানাজানি হলে পুলিশ তাকে গ্রেফতারে অভিযান শুরু করে। সিংড়ার তৃণভূমি দেওয়ান পীরের সমাধি থেকে পৌরসভার চঞ্চকৈর কাছারিপাড়ায় এক ব্যক্তির বাড়িতে মোতালেব আশ্রয় নেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখান থেকে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। এ ব্যাপারে আসামির নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।