পরকীয়া আইনের পরিবর্তন চান নারী আইনজীবী, বক্তব্য ভাইরাল !!

দেশে বিদ্যমান আইনে স্ত্রী পরকীয়া করলে যার সঙ্গে পরকীয়া করবেন শুধু সেই ব্যক্তির বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। অথচ স্ত্রীর বিরুদ্ধে স্বামীর কিছুই করার নেই।

একইভাবে স্বামী পরকীয়া করলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে বা যার সঙ্গে পরকীয়ায় জড়িত হবেন তার বিরুদ্ধে কোনো প্রতিকার পাবেন না। উপরোন্তু স্বামী যদি কোনো বিধবা বা অবিবাহিত নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং স্ত্রী যদি স্বামীর অনুমতি সাপেক্ষে পরকীয়ায় জড়িত হয়, তা আইনত বৈধ।

এই বৈষম্যমূলক আইনের সংশোধন চেয়ে কিছুদিন আগে সুপ্রিম কোর্টে রিট করেছেন আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান। রিট শেষে আদালত চত্বরে সাংবাদিকদের সামনে সুপ্রিম কোর্টের এই নারী আইনজীবীর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ওই আইনজীবী বলছেন, এই আইন সংবিধানের ২৭, ২৮ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি অদ্ভুত ও বৈষম্যমূলক।পরকীয়া করার অপরাধে সাজা-সংক্রান্ত দণ্ডবিধির ৪৯৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে এই আইনজীবী হাইকোর্টে রিট করেছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *