পরপর দুই রাজ্যে ক্ষমতা হারাল মোদি সরকার !!
মোদি সরকারের নতুন নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ধাপে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যটির বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এই ভোটে পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডেও কুরসি হারাল ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি।
জানা যায়, বি’ক্ষোভের মধ্যেই সোমবার সকালে ভোটগণনা শুরু হয় এবং ঘোষণা করা হয় ফল। এনডিটিভির সর্বশেষ ফলাফল অনুযায়ী, ৪৮টি আসন পেয়েছে বিরোধী ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও কংগ্রেসের জোট। বিজেপির ঝোলায় মাত্র ২৩টি। রাজ্যে বিধানসভায় মোট আসন ৮১টি। সরকার গড়তে প্রয়োজন ৪১টি। নির্বাচনে স্থানীয় ইস্যুগুলো প্রাধান্য পেলেও বিজেপির পরাজয় দলটির নীতিগত অবস্থানের কারণেই বলে মনে করা হচ্ছে।
এর আগে মহারাষ্ট্রেও ক্ষমতা হারিয়েছেন এই সরকার। এবার আরও একটি রাজ্য হারাতে হল বিজেপিকে। এক বছর আগেও বিজেপি ৭০ শতাংশের বেশি রাজ্যে ক্ষমতায় ছিল। এক বছরের মধ্যেই তা নেমে এসেছে ৪০ শতাংশে। অর্থাৎ ৬০ শতাংশের বেশি রাজ্য এখন অ-বিজেপি দলদগুলির হাতে। এবার ঝাড়খণ্ডে হারের পর এক বছরের মধ্যে পাঁচটি রাজ্যে ক্ষমতা হারাল বিজেপি।