পরিকল্পিতভাবে দিল্লিতে মুসলিমদের গণ’হ’ত্যা করা হয়েছে – মমতা !!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে পরিকল্পিত গণ’হ’ত্যা করা হয়েছে। আজ সোমবার নেতাজি ইন্ডোর সেটেডিয়ামে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।খবর সংবাদ প্রতিদিনের

দিল্লি প্রসঙ্গে মমতা বলেন, ‘আমি মনে করি, দিল্লিতে যা ঘটেছে, তা ‘প্ল্যানড জেনোসাইড’। গণ’হ’ত্যা। এখনও মৃ’ত’দেহ খুঁজে পাওয়া যাচ্ছে। একেকটা নর্দমা খোলা হবে আর একেকটা লা’শ বেরবে। আমি ধিক্কার জানাই। এতগুলো মানুষ, এতগুলো পরিবারের সঙ্গে ঘটে যাওয়ার ঘটনা দেখে আমনার হৃদয় ব্যথিত, শোকাহত।’ এই বলে মমতা বন্দ্যোপাধ্যায় এক মিনিট নীরবতা পালন করেন।

মমতা আরো বলেন, ‘দিল্লির পুলিশ তো কেন্দ্রের অধীনস্ত। সেখানে আধা সে’না মোতায়েন আছে, সে’নাও আছে। তাহলে কীভাবে এত বড় হিং’সার ঘটনা ঘটে গেল? আপনারা চুপ করে বসেছিলেন কেন? কেন সময়মতো ব্যবস্থা নেননি? তারপরও আপনারা ক্ষমা চাননি। অবিলম্বে দিল্লিবাসীর কাছে আপনাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত।

এর সঙ্গে আটের দশকের শিখ দাঙ্গার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘কেন আমি একে জেনোসাইড বলছি, কারণ, পুলিশ দাঁড়িয়ে তা দেখছিল, বাধা দেয়নি। যদিও একজন পুলিশেরও মৃ’ত্যু হয়েছে। আমি তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’

দিল্লির হিংসা এবং অমিত শাহ সাম্প্রতিক কলকাতা সফরের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বি’রোধী লড়াইয়ের সুর আরও চড়ান। বলেন, ‘এই স্বৈরাচারী শাসকদলকে বিদায় না দেওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে, আন্দোলন চলবে। কেউ থামবেন না।’

কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, লড়াইয়ের সময় মন শক্ত, কিন্তু মানুষের সঙ্গে মেশার সময় মন একেবারে নরম করে তুলতে হবে। এতটুকুও অহংকার থাকা চলবে না। হতে হবে নম্র এবং বিনয়ী।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *