পর্নো ভিডিও আর টিকটকেই শেষ হয়ে যাচ্ছে দেশের অর্ধেক ইন্টারনেট!

দেশের অর্ধেক ইন্টারনেট চলছে পর্নোগ্রাফি, টিক-টক, ফ্রি-ফায়ার বা পাবজির পেছনে। ইন্টারনেট প্রেস প্রোভাইডারদের সংগঠন আইএসপিএবি এর সাধারণ সম্পাদক এমদাদুল হক জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ ইন্টারনেট বিষয়ক এক অনুষ্ঠানে এ কথা বলেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে দেশে ব্যবহৃত ২৬০০ জিবিপিএস ব্যান্ডউইথের অর্ধেক ভার্চুয়াল গেমস, টিক-টক, লাইকি এবং পর্নোগ্রাফি দেখে ব্যয় করা হয়। পঞ্চাশ শতাংশ ইন্টারনেট ব্যবহার করা হয় পর্ন, গেমিং বুলিং এর জন্য।

ফ্রি-ফায়ার-পাবজির পর, বিটিআরসি জানিয়েছে যে টিকটকের মতো অ্যাপ বন্ধ করার প্রক্রিয়া চলছে। নিরাপদ ইন্টারনেটের জন্য আইনও বিবেচনা করা হচ্ছে।

জানা যায়, বর্তমানে দেশে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১১ কোটি ৩৭ লাখ। আর এক কোটি গ্রাহক ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *