পাকিস্তানকে এবার নতুন প্রস্তাব দিল বাংলাদেশ !!
বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সফর নিয়ে একের পর এক প্রস্তাব দিয়েই যাচ্ছে।
যেখানে বাংলাদেশ দল পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে চাচ্ছে না। অন্যদিকে পাকিস্তান দুই ম্যাচের টেস্ট নিয়ে অনড়। বাংলাদেশ এখন টি-টোয়েন্টি বাদ দিয়ে হলেও টেস্ট খেলতে হবে বলেই জানায় পিসিবি।
কিন্তু এবার জানা গেল, পিসিবির প্রস্তাবের পর এবার বিসিবি থেকে নতুন এক প্রস্তাব পাঠানো হয়েছে। বোর্ডের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, পিসিবিকে একটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি।
যার ফলে দ্রুত ও কম সময়ের মধ্যেই পাকিস্তান সফর শেষে চলে আসতে পারবে বাংলাদেশ। এখন বাংলাদেশের নতুন প্রস্তাব পিসিবি মেনে নেয় কিনা এবার সেটাই দেখার পালা।