পাকিস্তানের নাগরিকত্ব পেয়ে এবার মুখ খুললেন ড্যারেন স্যামি !!
কিছুদিন আগেই পাকিস্তানের নাগরিকত্ব চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। অবশেষে তাকে পাকিস্তানের নাগরিকত্ব দিয়েছে দেশটি। আজ থেকে পাকিস্তানের নাগরিক স্যামি।
আজ (রোববার) ইসলামাবাদে নাগরিকত্বের পাশাপাশি স্যামিকে সর্বোচ্চ বেসামরিক অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে। পাকিস্তানের নাগরিকত্ব পেয়ে টুইটারে টুইট বার্তায় স্যামি লিখেন, ‘আমি এই বেসামরিক পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। ২০১৭ সালে আমরা সঠিক পথে ছোট একটা পদক্ষেপ নিয়েছিলাম, আজ এখানটা দেখুন।’
তিনি আরো লিখেন, ‘বিদেশি সব খেলোয়াড় এখানে খেলছে। ধন্যবাদ পাকিস্তান আমাদের প্রতি এমন ভালোবাসা দেখানোয়। আমরা শুধু চেয়েছি তোমাদের ঘরের মাঠে ক্রিকেটটা ফিরুক। ভালোবাসা জিতেছে।’