Sports News
পাকিস্তান সফরে না গেলেই আইসিসি থেকে যে বড় শাস্তি পেতে পারে বাংলাদেশ !!

পাকিস্তান সফর নিয়েই যে শুরু হয়ে গিয়েছে আলোচনার। কেননা এই পাকিস্তান সফর যে আইসিসি সফর থেকেই ফিক্সড করা। তাই এই সফরে না গেলে বাংলাদেশ দল যে পেতে পারে বড় ধরণের শাস্তি।
ম্প্রতি শ্রীলঙ্কাও নিবিঘ্নে পাকিস্তান সফর করে এসেছে। এফটিপি অনুযায়ী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানে গিয়ে বাংলাদেশের তিনটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট খেলার কথা। পাকিস্তানের মাটিতে তিনটি টি-টোয়েন্টি খেলতে বিসিবির আপত্তি না থাকলেও আপত্তি আছে টেস্ট সিরিজের ব্যাপারে।
তবে এই টেস্ট সিরিজ না খেললে পাকিস্তানের তরফ থেকে আইসিসিতে আপিল করা হতে পারে। সেইক্ষেত্রেই যে বিপদে পড়ে যাবে বিসিবি।