পাক-ভারত সীমান্তে উত্তেজনা, যে কোনও মুহূর্তে পরিস্থিতির অবনতি হতে পারে !!

এবার পাকিস্তান চুক্তি ভেঙে বিনা প্ররোচনায় ক্রমাগত গু’লি চালাচ্ছে। এর জেরে যে কোনও মুহূর্তে নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতির অবনতি হতে পারে। ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত গতকাল বুধবার এ মন্তব্য করেছেন। তবে সমস্ত পরিস্থিতির মোকাবিলার জন্য ভারতীয় বাহিনী প্রস্তুত বলেও অভয় দিয়েছেন তিনি।

এদিকে ভারতের কেন্দ্রীয় সরকার গত আগস্টে ৩৭০ ধারা বাতিল করে। বিষয়টি নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক স্তরে জলঘোলা করে ভারতকে বিপদে ফেলার চেষ্টা করলেও তাদের সমস্ত চেষ্টা মাঠে মারা গিয়েছে। প্রায় কোনও দেশ তাদের কথা কানে তোলেনি। এর পর থেকেই নিয়ন্ত্রণরেখায় পাক সেনার সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা বহুগুন বেড়েছে। যার জেরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ।

এর আগে গত মঙ্গলবার সুন্দরবেনি সেক্টরে পাকিস্তানের এলিট বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) আক্রমণ প্রতিহত করেছে ভারতীয় সেনাবাহিনী। এনকাউন্টারে মৃ’ত্যু হয় পাকিস্তানি স্পেশ্যাল ফোর্স, এসএসজি-র ২ কম্যান্ডোর। অন্যদিকে, পাকসেনার গু’লিতে এক ভারতীয় জওয়ানও এদিন শহিদ হয়েছেন। পড়শি দেশের এই প্ররোচনামূলক কার্যকলাপের প্রেক্ষাপটে সেনাপ্রধানের এই দিনের মন্তব্য।

এ ব্যাপারে সেনাপ্রধান জেনারেল রাওয়াত বলেন, ‘যে কোনও মুহূর্তে নিয়ন্ত্রণরেখার পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে। আমাদের প্রস্তুত থাকতে হবে।’ সূত্র : এই সময়

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *