পাগলীটি মা হলেও নবজাতকের বাবা’কে পাওয়া যাচ্ছে না !!

মানসিক ভারসাম্যহীন হলেও তো তিনি একজন মা। গর্ভবতী হয়েছিলেন তিনি। প্রসবের সময় ঘনিয়ে আসায় রাস্তার ওপরই প্রসব করেন তিনি। পরে দেখতে পেয়ে স্থানীয় লোকজন এই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার (১৫ নভেম্বর) ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস বলেন, মানসিক ভারসাম্যহীন প্রসূতি রাস্তার ওপর সন্তান প্রসব করায় নবজাতকের কপালে আঘাত লাগে। এছাড়া অপরিপক্ক বাচ্চা প্রসব হওয়ায় কিছু সমস্যা আছে। মায়ের রক্তক্ষরণও বন্ধ হচ্ছে না। সেজন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমান জানান, বর্তমানে নবজাতক ওই শিশু ও মাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছি। নবজাতক শিশুটি সুস্থ হয়ে উঠলে শিশুর বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *