পাসের হারে যে চার বোর্ডে এগিয়ে ছেলেরা !!

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মেয়েদের থেকে ছেলেরা বেশি অংশগ্রহণ করলেও পাসের হার ও সংখ্যা- দুদিক থেকেই এগিয়ে রয়েছে মেয়েরা।তবে চারটি বোর্ডের পাসের হারে মেয়েদের থেকে এগিয়ে রয়েছে ছেলেরা। এই চারটি বোর্ড হলো- কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ।

অপরদিকে ঢাকা, যশোর, রাজশাহী, বরিশাল, দিনাজপুর, বিআইএসই, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।এবারের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৮২ দশমিক ৮৭ শতাংশ। তবে মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ১০ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ।

এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি, শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।সকল শিক্ষা বোর্ডের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১০ লাখ ২১ হাজার ৪৯০ জন ছাত্র অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ৮ লাখ ৩৩ হাজার ৮৯২ জন। বিপরীতে ফেল করেছে ১ লাখ ৮৭ হাজার ৫৯৮ জন।

অপরদিকে ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ জন ছাত্রী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৮ লাখ ৫৬ হাজার ৬৩১ জন। আর ফেল করেছে ১ লাখ ৬১ হাজার ৯০৭ জন।কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৮৬ দশমিক ৩১ শতাংশ ছাত্র পাস করেছে। আর ছাত্রী পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৮৪ দশমিক ৯৩ শতাংশ ছাত্র পাস করেছে। আর ছাত্রী পাসের হার ৮৪ দশমিক ৬০ শতাংশ।সিলেট শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৭৯ দশমিক ২৩ শতাংশ ছাত্র পাস করেছে। আর ছাত্রী পাসের হার ৭৮ দশমিক ৪৬ শতাংশ।

আর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৮০ দশমিক ১৭ শতাংশ ছাত্র পাস করেছে। আর ছাত্রী পাসের হার ৮০ দশমিক শূন্য ৮ শতাংশ।অপরদিকে ঢাকা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৮১ দশমিক ১৩ শতাংশ ছাত্র পাস করেছে। আর ছাত্রী পাসের হার ৮৩ দশমিক ৪৮ শতাংশ।

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৮৯ দশমিক ৩৭ শতাংশ ছাত্র পাস করেছে। আর ছাত্রী পাসের হার ৯১ দশমিক ৪৫ শতাংশ।বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৭৬ দশমিক ৭২ শতাংশ ছাত্র পাস করেছে। আর ছাত্রী পাসের হার ৮২ দশমিক ৬৭ শতাংশ।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৭৮ দশমিক ৭৯ শতাংশ ছাত্র পাস করেছে। আর ছাত্রী পাসের হার ৮১ দশমিক ২২ শতাংশ।মাদরাসা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৮১ দশমিক ৬১ শতাংশ ছাত্র পাস করেছে। আর ছাত্রী পাসের হার ৮৩ দশমিক ৩৪ শতাংশ।

কারিগরি শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৭১ দশমিক ১০ শতাংশ ছাত্র পাস করেছে। আর ছাত্রী পাসের হার ৭৭ দশমিক ৪৭ শতাংশ।বিআইএসই থেকে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৮২ দশমিক ৯৫ শতাংশ ছাত্র পাস করেছে। আর ছাত্রী পাসের হার ৮৪ দশমিক ৫০ শতাংশ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *