পীরের দরবারে যাওয়ার পথে নৌকা ডুবে ১ জনের মৃত্যু! শিশুসহ আরও পাঁচজন নিখোঁজ
জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে নৌকা ডুবে গেলে ফুল বেগম (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুসহ আরও পাঁচজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নৌকায় ডুবে যাওয়া ফুল বেগম জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ ইউনিয়নের খারমা মধ্যপাড়া গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী।
নিখোঁজ নারী -পুরুষরা হলেন: দেওয়ানগঞ্জ উপজেলার খারমা মধ্যপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে ছাত্তার (৪৫), একই উপজেলার খারমা গাইনপাড়া গ্রামের মিন্টু গাইনের স্ত্রী হেলেনা বেগম (২৩), ইয়াসিন (৪), ছেলে মিন্টু গাইনের এবং ওমা খারমা গাইনপাড়া গ্রামের। আলীর স্ত্রী সুফিয়া বেগম (৪০) এবং জাহিদ (৮) উপজেলার খারমা তিলকপুর গ্রামের মো। তোতা মিয়ার ছেলে।
আহতরা হলেন দেওয়ানগঞ্জ খরমা মধ্যপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে এ মতিন (৫৫), দেওয়ানগঞ্জ গামারিয়া গ্রামের মৃত এমরাত কর্মকারের ছেলে তোতা কর্মকার (৪৫) এবং খারমা গাইনপাড়া গ্রামের ছাত্তার আলীর ছেলে মিন্টু শেখ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আনছার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পরিদর্শক মো এ আজিজ জানান, দেওয়ানগঞ্জ থেকে ৭০ জন যাত্রী নিয়ে একটি বড় নৌকা পাবনা জেলার সিরাজগঞ্জ এনায়েতপুরীর দরবারে যাওয়ার পথে সিরাজগঞ্জ জলের ঘাটে পৌঁছলে দুর্ঘটনা ঘটে।