পুরো বাড়ি পুড়ে গেলেও পুড়েনি কোরআন শরীফ !!
মানিকগঞ্জের হরিরামপুরে আগুনে এক ব্যক্তির বসতবাড়ির আসবাবপত্রসহ সব কিছু পুড়ে হয়ে গেলেও সম্পূর্ণ অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ। গত রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চালা ইউনিয়নের উত্তর চাঁনপুর গ্রামের আব্দুল মাজেদ মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত রবিবার দিবাগত রাতে হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের উত্তর চানপুর গ্রামের আব্দুল মাজেদ মুন্সির বসতবাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। এতে ঘরে থাকা চালডাল, বই খাতা ও আসবাবপত্রসহ সব জিনিসপত্র ভস্মীভূত হয়। কিন্তু বই খাতার পাশে রাখা পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া যায়।
বাড়ির মালিক আব্দুল মাজেদ মুন্সির ছেলে নাসির উদ্দিন বলেন, আগুনে নগদ টাকা, বই খাতা ও আসবাপত্রসহ অন্তত ৬-৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বই খাতার পাশে একটি পবিত্র কোরআন শরীফ ছিল। অন্যান্য জিনিসপত্রের মতো গিলাফ ও রেহাল পুড়ে কয়লা হয়ে গেলেও আগুনের লেলিহান শিখা কোরআন শরীফের একটি অক্ষরও স্পর্শ করেনি।