পুলিশকে বোকা বানাতে দলীয় কর্মীর স্কুটারে প্রিয়াংকা গান্ধী !!
বিতর্কিত ও বর্ণবাদী নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় ৭৬ বছরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা (আইপিএএস অফিসার) এসআর দারাপুরিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) আটককৃত সেই আইপিএএস অফিসারকে দেখতে যেয়ে বাধার মুখে পড়েন কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী। কংগ্রেস নেত্রী প্রিয়াংকার অভিযোগ, পুলিশ তাকে ঘাড় ধাক্কা দিয়ে আটকানোর চেষ্টা করেছে। তাই এবার ব্যতিক্রমী উপায়ে সেই অফিসারকে দেখতে গেলেন কংগ্রেস নেত্রী প্রিয়াংকা। পুলিশের চোখ ফাঁকি দিয়ে দলীয় কর্মীর স্কুটারে করে ওই আইপিএস অফিসারের বাড়িতে গেলেন প্রিয়াংকা।
জানা যায়, শনিবার সেই আইপিএএস অফিসারের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াংকা গান্ধী, কিন্তু তার কনভয় থামিয়ে দেয় পুলিশ। এর পর পুলিশের চোখ ফাঁকি দিয়ে দলের এক কর্মীর স্কুটারে চড়ে বসেন প্রিয়াংকা গান্ধী। কিন্তু দারাপুরির বাড়ির ২ কিলোমিটার আগে তাকে আবার আটকে দেয় পুলিশ। বাকি রাস্তা হেঁটেই যান তিনি। কংগ্রেস নেত্রী বলেন, ‘উত্তরপ্রদেশ পুলিশ আমাকে ঘাড় ধাক্কা দিয়েছে, দুর্ব্যবহারও করেছে। দলের এক কর্মীর স্কুটারে যাওয়ার সময়ও পথে আটকানো হয়েছে। হেঁটেই আমি দারাপুরির পরিবারের সঙ্গে দেখা করেছি।’