পূর্ব রাজাবাজারে লকডাউনের তৃতীয় দিন – কঠোর অবস্থানে আছে প্রশাসন !!
পরীক্ষামূলকভাবে দুই সপ্তাহের জন্য লকডাউনে দেশের প্রথম রেডজোন চিহ্নিত রাজধানীর পূর্ব রাজাবাজার। এ এলাকায় তৃতীয় দিনের মতো লকডাউন চলছে। করোনা সংক্রমণ রোধে প্রশাসনের এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রথম দিকে বেশ কঠিন হলেও, এখন অনেকটা সচেতন হয়ে উঠেছে সাধারণ মানুষ।
লকডাউন নিশ্চিতে পুলিশের পাশাপাশি কাজ করছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরাও। লকডাউন এলাকার মানুষের চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি ঘরে ঘরে জরুরি সেবা পৌঁছে দিচ্ছেন তারা৷রাজাবাজারের বাসিন্দারা বলছেন, ভেতরে ফার্মেসি ছাড়া সব দোকানই বন্ধ।
তাই আগে যারা খাবার কিনে রাখেননি, তাদের নির্ভর করতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের জরুরি সেবার ওপর। এর আগে, ৯ই জুন রাত থেকেই রেড জোন ঘোষণা করে পরীক্ষামূলক লকডাউন করা হয়েছে পূর্ব রাজাবাজার এলাকাকে।