পৃথীবিটা বড়ই আজব, নাটোরে ডাস্টবিন থেকে নবজাতকের ম’রদেহ উদ্ধার !!
পৃথীবিটা বড়ই আজব! কারো বা জন্মের পর ঠাই হয় সোনারর পালংকে মুখে উঠে সোনার চামচ। আবার এই একই পৃথীবিতে জন্মের পর কারো ঠাই হয় ডাস্টবিনে। মুখে জোটেনা এক ফোঁটা পানিও। কেড়ে নেয়া হয় প্রাণটাও এমনই এক ঘটনা ঘটেছে নাটোরে। নাটোর শহরের উত্তর পূর্বপাড়ার কুড়মির মাঠ এলাকার ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয়রা ময়লা ফেলতে গিয়ে নবজাতকটিকে দেখতে পায়।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান সদর থানার ওসি। স্থানীয় ২নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নাটোর উত্তর পটুয়াপাড়া এলাকার কুড়মির মাঠ এলাকায় ডাস্টবিনে ময়লা ফেলতে যান স্থানীয়রা। এ সময় ডাস্টবিন থেকে কুকুরে এক নবজাতকের মরদেহ বের করা অবস্থায় দেখতে পান তারা। পরে তারা পুলিশে খবর দেন।