পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন পার্থ !!

ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ার পর থেকে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেশের প্রায় সব বাজারেই পেঁয়াজ বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে। পেঁয়াজের এমন লাগামহীন মূল্য বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ জনগণ। পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরাও। এবার পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে মুখ খুলেছেন জাতীয় পার্টি (বিজেপির) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। তিনি পেঁয়াজকে ‘উন্নয়ন ফল’ বলে মন্তব্য করেছেন। তার ভেরিফায়েড ফেসবুক পেজে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লিখেন,

‘কয়েকদিন পর মানুষ সিন্দুকে রেখে দিবে, উপহার হিসেবে দিবে , ছবি তুলে রাখবে আর তারপর পদ্মা সেতুতে দাঁড়িয়ে দুই হাতে দুটা পেঁয়াজ নিয়ে উন্নয়ন দেখবে ……পেটে লাথির উন্নয়ন …পেঁয়াজের নতুন নাম দেয়া উচিত ‘উন্নয়ন’ ফল’।

প্রসঙ্গত, ২৯ সেম্টেম্বর থেকে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় নিজেদের রফতানি নীতি সংশোধন করে পেঁয়াজকে রফতানি নিষিদ্ধ পণ্যের তালিকায় ঢুকিয়েছে। এর পর থেকে বাংলাদেশের বাজারে বাড়তে থাকে পেঁয়াজের দাম। বর্তমানে খুচরা বাজারে পেঁয়াজের দাম ২০০ টাকায় ঠেকেছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *