পেঁয়াজের বদলে ঝালমুড়িতে পেঁপে !!
সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে পেঁয়াজের দাম। প্রধানমন্ত্রী স্বয়ং যেখানে বলেছেন তাঁর বাসায় এখন পেঁয়াজ ছাড়া রান্না হচ্ছে সেখানে সাধারণ মানুষের কী অবস্থা তা সহজেই অনুমান করা যায়। এমনই এক পরিস্থিতিতে শনিবার (১৬ নভেম্বর) ফেসবুকে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে ঢাকা কলেজের সামনে এক ঝালমুড়ি বিক্রেতা মুড়িতে দেয়ার জন্যে পেঁপে কাটছেন।
ভিডিওগ্রাহক ওই ঝালমুড়ি বিক্রেতার কাছে পেঁপে কাটার কারণ জানতে চান। জবাবে জাফর মিয়া বলেন, ‘মামা পেঁয়াজের দাম ২৩০ টাকা কেজি৷ এতে আমাগো পোষায় না। তাই পেঁপে দিচ্ছি’। জাফর মিয়া আরো বলেন, ‘কয়েক দিন আগেও যখন পেঁয়াজ একশ টাকা কেজি ছিল তখনো ঝালমুড়িতে পেঁয়াজ দিছি। এহন আর পারি না।’