‘পেঁয়াজ’ নিয়ে যে প্রশ্নে গড়িয়ে পড়লেন অভিনেত্রী তিশা !!
পেঁয়াজের দাম বৃদ্ধির ফলে বাসায় ভর্তা খাওয়া বন্ধ করে দিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি একটি একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।
অনুষ্ঠানের একজন দর্শক তিশাকে প্রশ্ন করলে উপস্থাপক সেই প্রশ্নটির দিকে তিশার দৃষ্টি আকর্ষণ করে বলেন, একজন লিখেছেন, তার জানার ইচ্ছা, নুসরাত ইমরোজ তিশা কি রান্নায় এখনো পেঁয়াজ ব্যবহার করেন।
উত্তরে তিশা বলেন, আমি কিছুক্ষণ আগে… আমি প্রচুর পেঁয়াজ ব্যবহার করতাম। আমি বাসা থেকে যখন বের হচ্ছি তখন ইনস্ট্রাকশন দিয়ে আসলাম; বাসায় ভর্তা বানানো বন্ধ। কারণ ভর্তায় পেঁয়াজ বেশি লাগে। তিনি বলেন, তরকারিতে অল্প পেঁয়াজ দিয়ে রান্নার অভ্যাস করতে হবে। এসময় তিশা হাসতে হাসতে গড়িয়ে পড়েন। এর পর বলেন, আজকে সবার উদ্দেশে বলছি, বাসায় ভর্তা খাওয়া বন্ধ করে দেন, ভর্তায় পেঁয়াজ বেশি লাগে।