পোরশা সীমান্তে বিএসএফের গু’লিতে বাংলাদেশি যুবক আহত !!

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গু’লিতে ইব্রাহীম (২৬) নামে এক রাখাল যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (১৬-বিজিবি) টহলরত সদস্যরা আহত ইব্রাহীমকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ইব্রাহীম জেলার সাপাহার উপজেলার রোদ গ্রামের মৃত সোয়েদ মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ইব্রাহীম তার এলাকার কয়েকজনের সঙ্গে ভারতে গরু আনতে যান। রাখাল হিসেবে তিনি গরু আনা-নেয়ার কাজ করতেন। ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ২৩০/৩৭/৮(আর)নং পিলারের কাছে বুধবার ভোরে তারা বাংলাদেশে ফিরছিলেন।

এ সময় তার সঙ্গে থাকা অন্যরা আগেই বাংলাদেশে প্রবেশ করেন। তবে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে একই পিলারের কাছে ভারতের জতজগনপুর ক্যাম্পের ৬০-বিএসএফ সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া করেন। এ সময় বিএসএফের সদস্যরা ইব্রাহীমকে লক্ষ করে গু’লি করলে তার ডান পায়ে লাগে।

যুবক আহত হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে পোরশা ১৬-বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার আনিসুর রহমান বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়ার প্রক্রিয়া চলছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *