পোস্টার হাতে রাস্তায় নামলেন মোশাররফ করিম !!
বর্তমানে দেশে আদম ব্যবসায়ীদের প্রতারণায় পরে নিজেদের সর্বস্ব হারাচ্ছেন অনেকেই। আর তাই এই প্রতারণা বন্ধের দাবি তুলেছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। শুধু তাই নয় পোস্টার হাতে এসব প্রতারক ব্যবসায়ীদের শাস্তির দাবিও তুলেছেন তিনি।
এদিকে অভিনেতার এমন দাবি তোলা বাস্তবে নয় বরং টিভি পর্দায়। শিখর শাহনিয়াত পরিচালিত ‘আদম’ শিরোনামের নাটকে এমন চরিত্রেই দেখা মিলবে তার। যেখানে দেশের আদম ব্যবসায়ীদের প্রতারণার বিষয় তুলে ধরা হয়েছে।
এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মোশারফ করিম, তাসনিয়া ফারিন, নিকুল কুমার মন্ডল, সেলজুক তারিকি, ইমরান হাসোসহ আরও অনেকেই।