প্রথমবারের মতো উচ্চপর্যায়ের সামরিক বৈঠক, যা সিদ্ধান্ত নিলো ভারত-চীন !!

দীর্ঘ এক মাসেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় অবশেষে মুখোমুখি হয়েছিল ভারত ও চীনের লেফট্যানেন্ট জেনারেল। আর তারপরই সমঝোতার বার্তা দিচ্ছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, যে তারা ভারতের সঙ্গে বৈরিতা চায় না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং জানিয়েছেন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

চীন ভারতের সঙ্গে কোনোরকম বৈষম্য চায় না। সেই বার্তা ট্যুইট করে জানিয়েছেন, ভারতে চীনের রাষ্ট্রদূত সান উইডং।বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্তের পরিস্থিতি নিয়ে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে আলোচনা হয়েছে। সীমান্ত ইস্যু নিয়ে কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা হয়েছে। কোনও বৈরিতা না করে চীন ভারতের সঙ্গে শান্তি বজায় রেখে কাজ করতে চায় বলে জানিয়েছেন হুয়া চুনিং।

তিনি আরও বলেন, ‘ভারত ও চীনের সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে আছে। চীন ও ভারতের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার আগ্রহ আছে।’ এদিকে, সোমবারই চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *