Internation News
প্রধানমন্ত্রীকে চিঠিতে যা লিখলেন এঞ্জেলিনা জোলি !!

হলিউডের বিখ্যাত অভিনেত্রী এঞ্জেলিনা জোলি চিঠি লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর হয়ে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন এঞ্জেলিনা জোলি, এ নিয়েই চিঠি লিখেছেন তিনি। চিঠিতে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন জোলি।
ইউএনএইচসিআর এর বিশেষদূত জোলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে আরো বলেন, ‘ইউএনএইচসিআর মিয়ানমার থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে চেষ্টা অব্যাহত রাখবে।’ জোলি আশাবাদ প্রকাশ করে বলেন, ‘২০২০ সালের মার্চ মাসে চালু হতে যাওয়া রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলার উদ্যোগ ও পরিকল্পনায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান থাকবে।’