প্রধানমন্ত্রীকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা !!

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুক্রবার রাতে টেলিফোন করে শুভেচ্ছা জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। শান্তিরক্ষীদের সীমাহীন আত্মত্যাগকে স্মরণ করে ২০০৩ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘শান্তি রক্ষায় নারী’।

আরো পড়ুন…

করোনা স্ত্রীর মতো – নিয়ন্ত্রণ করতে না পারলে মানিয়ে নিন !!

করোনাভা’ইরাসকে স্ত্রীর মতো মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাহফুদ এমডি। এ মন্তব্য করে বেশ বিপদেই পড়েছেন তিনি।গত বুধবার তার বক্তব্য নিয়ে একটি ভিডিও প্রকাশ পায়। এরপরই বিভিন্ন নারীবাদী সংগঠন থেকে এর প্রতিবাদ জানানো হয়।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসির খবরে বলা হয়, মাহফুদ এমডিকে বলা হয় করোনা নির্মূলে তাদের সরকারের পরবর্তী পদক্ষেপ কী? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘করোনা একেবারে স্ত্রীর মতো। প্রথমে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। তার পর উপলব্ধি করবেন যে সেটা হবে না। তখন হাল ছেড়ে দেবেন এবং মানিয়ে নেবেন ধীরে ধীরে।’

ইন্দোনেশিঢয়ান এ মন্ত্রী মজা করেই কথাটা বলেছেন। তবে তার কথাটা মজার পর্যায়ে আর নেই। দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মাহফুদ।উইমেন সলিডারিটি সোসাইটি ইতিমধ্যে মাহফুদ এমডির এমন মন্তব্যের ব্যাপক সমালোচনা করেছে। ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারা ‘সেক্সিস্ট’ ও ‘মিসোগনিস্টিক’ মনোভাব পোষণ করেন বলেও অভিযোগ করা হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *