প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধশত ছাত্রের চুল কাটার অভিযোগ !!

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধশত ছাত্রের চুল কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান শিক্ষক সেকেন্দার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, জোয়াড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী কয়েকদিন আগে ছাত্রদের চুল কাটার নির্দেশ দিয়েছিলেন। অনেকেই চুল না কাটায় তিনি রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শ্রেণি কক্ষে ঢুকে সপ্তম থেকে দশম শ্রেণির প্রায় অর্ধশত ছাত্রের চুল কাঁচি দিয়ে কেটে দেন।

এসময় কাঁচির আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ নিয়ে স্কুলে উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।কমিটিকে আগামী তিন কার্যদিবসে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *