প্রবাসীদের করোনা টেস্টে টাকা লাগবে না!

করোনা সংক্রমণের শুরু থেকেই প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রবাসীদের কারণে মহামারীর সময়েও রেমিট্যান্সের ধারাবাহিকতা শক্তিশালী ছিল। এবং সেই প্রবাসীদের করোনা পরীক্ষার জন্য বিমানবন্দরে অর্থের প্রয়োজন হবে, তা হতে পারে না।

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, প্রবাসীদের ভবিষ্যতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা নমুনা পরীক্ষার জন্য কোন ফি দিতে হবে না। তিনি বলেন, প্রবাসীদের জন্য করোনার আরটি-পিসিআর টেস্ট পরীক্ষার ফি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রদান করবে।

শনিবার (২ রা অক্টোবর) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এমপি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। আবু জাফর।

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরও বলেন, প্রবাসী শ্রমিকরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তারা দেশে রেমিটেন্স পাঠায়। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। সরকারও সবসময় তাদের কল্যাণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে, সংযুক্ত আরব আমিরাতের শ্রমিকদের জন্য বিমানবন্দরে কোভিড -১৯ পরীক্ষার জন্য মন্ত্রণালয় ১,8০০ টাকা দেবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *