প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার তালিকা হালনাগাদের তারিখ ঘোষণা !!

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বুধবার থেকে শুরু হচ্ছে। লন্ডনে বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় আগামী বুধবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. ইসলাঈল হোসেন এ তথ্য জানান।

রোববার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, সিইসি ১০ ও ১১ ফেব্রুয়ারি লন্ডনে ‘ভেলিডেশন মিটিং অন নিউ বেস্ট প্রাকটিস গাইড অব কমনওয়েলথ লেজিসলেটিভ অ্যাপ্রোচেস টু পলিটিক্যাল ফাইন্যান্স রেজুলেশন’ যোগ দেবেন। এ সভায় সিইসি সোর্স অব ফান্ডিং এর উপর প্রবন্ধ উপস্থাপন করবেন। সেখানে আরো উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি (বুধবার) স্থানীয় সময় বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তিকরণ শুভ উদ্বোধন করবেন সিইসি। এছাড়া এদিন স্থানীয় সময় বেলা ২টায় সিইসি যুক্তরাজ্যের ইলেকট্রোরাল কমিশনের প্রধানের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর সিইসি ১৩ ফেব্রুয়ারি সিইসি ম্যানচেস্টার যাবেন। ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভূ্ক্তিকরণ, প্রবাসীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্তিকরণের গুরুত্ব, প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশে প্রবাসীদের আত্মীয়দের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *