Probashi News
প্রবাসে ডাকাতের গু’লিতে বাংলাদেশি যুবক নিহত

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গু’লিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ওই দিন ভোর ৪টার দিকে দেশটির নর্থওয়েস্ট প্রদেশের ক্লাসডর্প এলাকায় এই হ’ত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত এই বাংলাদেশি প্রবাসীর নাম হাফেজ আব্দুল আহাদ। জানা যায়, হাফেজ আব্দুল আহাদ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের পালোপাড়া গ্রামের সজীব আলীর ছেলে।
ওখানে স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা জানান, হাফেজ আব্দুল আহাদ অলমারান্সট্যাড নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে দোকানের জিনিসপত্র কেনার উদ্দেশে নগদ অর্থ নিয়ে ক্লাসডর্প শহরে যাচ্ছিলেন। পথে ডাকাতদল গতিরোধ করে গু’লি ছুড়লে তার বুকে লাগে। ঘটনাস্থলেই আব্দুল আহাদের মৃ’ত্যু হয়।