প্রিয় শহর দিল্লি’র করুন অবস্থা দেখে কাঁদলেন শেবাগ !!

নাগরিকত্ব সংশোধনী আইনের বি’রোধি ও সমর্থকদের মধ্যে সং’ঘর্ষে হ’তাহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত নি’হতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এদিকে দিল্লীর পরিস্থিতি ক্রমেই পুলিশের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে হ’তাহতের সংখ্যা।
প্রিয় শহরের এই অবস্থা দেখে প্রাণ কাঁদছে দিল্লির ছেলে ও সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগের। সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি । দিল্লির এই করুন অবস্থা দেখে তাই চুপ করে থাকতে পারেননি শেবাগ।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারকে বেছে নিয়েছেন মতপ্রকাশের মাধ্যম হিসেবে, ‘দিল্লিতে যা ঘটছে, তা আমাদের দুর্ভাগ্য।’ এ পরিস্থিতিতে সবাইকে মাথা ঠান্ডা রাখার আহ্বান জানিয়েছেন সাবেক এই ওপেনার, ‘সবাইকে অনুরোধ জানাচ্ছি, অনুগ্রহ করে মাথা ঠান্ডা রাখুন, শান্তি বজায় রাখুন। এই সং’ঘর্ষের ঘটনায় কেউ চোট পেলে বা কারওর ক্ষতি হলে এই মহান দেশের গায়েই কালিমা লাগবে। আমি সবার জন্য শান্তি ও সুবিবেচনার প্রার্থনা করছি।’